উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার কারন ও সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় কি আপনি বিরক্ত?আপনার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট যদি বারবার বন্ধ হয়ে যায় আর এর সমাধান আপনি খুঁজে না পান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আমি আমার এই লেখার মাধ্যমে আপনাদের এই সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী পদক্ষেপগুলো কি কি হতে পারে তার বিস্তারিত জানাবো। সুতরাং সমস্যা থেকে মুক্তি পেতে পড়ুন আমার এই আর্টিকেল টি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আর সমাধান করুন আপনার সমস্যা নিশ্চিন্ত মনে।
এই আর্টিকেল পড়ে জানুন
...........tbc
আগে জানুন উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কিভাবে কাজ করে
আমাদের কাছে থাকা উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ফিচারটি একটি সফটওয়্যার ভিত্তিক নেটওয়ার্ক শেয়ারিং সিস্টেম। এটি ওয়াই-ফাই বা মোবাইল ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারের মাধ্যমে অন্য একটি ডিভাইসের সাথে ওয়্যারলেস বা কোন প্রকার তার ছাড়া শেয়ার করতে দেয়। আপনি যখন আপনার পিসিতে হটস্পট চালু করে রাখেন তখন এই হটস্পট একটি ভার্চুয়াল রাউটার হিসেবে কাজ করে।আর এই ভার্চুয়াল এডাপটার অন্য ডিভাইসকে সংযুক্ত হতে দেয়,একেই বলা হয় "hosted Network"। এটির মাধ্যমে WPA2 এনক্রিপশন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে। নেটওয়ার্ক ও পাওয়ার সেটিং ঠিক রাখার মাধ্যমে হটস্পট চালু রাখা যায়।
আপনাদের মোবাইল হটস্পট ফিচারটি ঠিকমতো কাজ করতে গেলে কিছু নির্দিষ্ট উইন্ডোজ সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চালু থাকা দরকার। যেমন -"Internet connection sharing" ও "Mobile hotspot Service"এছাড়া আপনার নেটওয়ার্ক এডাপটার ঠিকভাবে কনফিগার করে না রাখলেও হটস্পট কাজ না করতে পারে।
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ফিচারের সাহায্যে আপনি ওয়াই-ফাই, মোবাইল ডেটা অন্যান্য ডিভাইসে সহজে শেয়ার করতে পারেন।এটি অত্যন্ত কার্যকর বিশেষ করে যখন আপনার রাউটার কাজ করে না বা মোবাইল ডাটা প্রয়োজন। তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে ড্রাইভার ইস্যুর জন্য মোবাইল ব্রডব্যান্ড থেকে কিছু শেয়ার করা যায় না।এই রকম ক্ষেত্রে ফিচারটি চালু করতে হয় Windows settings -Network & Internet -Mobile Hotspot এই অপশন থেকে।
আপনি যখন মোবাইল হটস্পট ফিচারটি চালু করেন তখন উইন্ডোজ একটি SSID এবং একটি পাসওয়ার্ড তৈরি করে দেয়। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন আবার কাস্টমাইজ করে ব্যবহার করে অন্যান্য ডিভাইস, যেমন স্মার্টফোন ও অন্যান্য ল্যাপটপে সেই SSID-তে কানেক্ট হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এইভাবে একসাথে আপনি সর্বোচ্চ ৮টি ডিভাইস যুক্ত করতে পারবেন। তবে সংযোগের গতি মূলত নির্ভর করে আপনার ইন্টারনেট স্পিড ও আপনার ল্যাপটপের হার্ডওয়্যারের উপর।
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট ফিচারটি নিরাপদ হলেও অনেক সময় এটি ঠিকমতো কাজ করে না। মাঝে মাঝে এটি বন্ধ হয়ে যায় আবার কখনো অন্য ডিভাইস কানেক্ট করতে পার না। আবার উইন্ডোজ স্লিপিং মোডে গেলে হটস্পট বন্ধ হয়ে যায় আবার হাই পাওয়ার কনজামশন থাকায় ব্যাটারিতে প্রভাব পড়ে। তাই এই ফিচারটি ব্যবহার করার সময় নেটওয়ার্ক সেটিংস ও পাওয়ারের সামঞ্জস্য করে নিতে হবে এবং একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার এড়িয়ে চলতে হবে।
হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ
আমরা যে উইন্ডোজ ১০ ব্যবহার করি তাতে একটি পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যা নির্দিষ্ট সময় পরপর অব্যবহৃত ফিচার বন্ধ করে দেয়। অনেক সময় ল্যাপটপ বা পিসি ব্যাটারিতে চললে উইন্ডোজ নিজেই হটস্পট বন্ধ করে দেয়। ব্যাটারি বাঁচানোর জন্য যদি আপনি কমান্ড দিয়ে রাখেন তাহলে ওয়াই-ফাই এডাপটার বন্ধ হয়ে যায় ফলে অটোমেটিক হটস্পট ডিসকানেক্ট হয়ে যায়।
উইন্ডোজ ১০ এর বিভিন্ন আপডেটের ফলে অনেক সময় দেখা যায় যে হটস্পট ফিচারটি ঠিকমতো কাজ করছে না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url